২৬ মার্চ ঢাকা আসছেন নরেন্দ্র মোদি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ১:২২ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নরেন্দ্র মোদি এবারের সফরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ এবং গোপালগঞ্জ ও সাতক্ষীরায় দুইটি মন্দির পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৬ মার্চ দুই দিনের সফরে ঢাকা আসবেন মোদি। ২৭ মার্চ তিনি ঢাকার বাইরে যাবেন। একই দিনে বিকেলে ফিরে যোগ দেবেন দ্বিপাক্ষিক বৈঠকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাণিজ্যসহ বেশ কয়েকটি চুক্তি সই হবে মোদির এবারের সফরে। ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন