স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে বাড়ছে করোনা সংক্রমণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১:৪০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। গত দশ দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

শনিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র।

এদিকে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পরও মানুষের মাঝে চরম উদাসীনতা দেখা গেছে। অধিকাংশ মানুষই এখন স্বাস্থ্যবিধি মানছে না। এ নিয়ে প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, গত কয়েক মাস জেলায় করোনা সংক্রমণ সংখ্যা কমে গেলেও চলতি মাস থেকে তা আবার বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়।

গত ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত জেলায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি চলার জন্য এবং করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য আহ্বান জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন