সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের দুই নারী মুক্তিযোদ্ধা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে দুইজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা তাহেরা বেগম ও বনশ্রি পাল চৌধুরী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোসাইন আকন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে নারী মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে সম্মুখযুদ্ধে তাদের নিজেদের ভূমিকা ও বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। এ সময় তারা সাহসিকতায় পুরুষ মুক্তিযোদ্ধাদের সহযোগী হয়ে যুদ্ধে লড়ার নানা ঘটনা উল্লেখ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় মন্ত্রী সারাদেশে একযোগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর এ আলম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সুলতানা জোবেদ খানম প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন