সড়ক থেকে বিপজ্জনক খুঁটি অপসারণের নির্দেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ৬:০২ অপরাহ্ণ

সারা দেশের সড়ক-মহাসড়কে থাকা বিদ্যুৎ, টেলিফোনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিপজ্জনক সব খুঁটি অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদেশ প্রাপ্তির দ্রুততম সময়ের মধ্যে এ নির্দেশ পালন করতে হবে। তবে সেই সময় যেন ৬০ দিনের বেশি না হয়- আদেশে উল্লেখ করেছেন আদালত।

সম্প্রতি সড়ক-মহাসড়কে বিপজ্জনক এসব খুঁটি অপসারণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

সুমন জানান, সারা দেশে সড়ক-মহাসড়কে থাকা বিপজ্জনক এসব খুঁটি চিহ্নিত করে তা সরাতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি এসব খুঁটি অপসারণে যেন কোন ধরনের সমস্যা না হয় সেটি নিশ্চিত করতে স্থানীয় সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন