শেখ হাসিনা মানেই উজ্জ্বল বাংলাদেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২:০৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দোয়া চেয়ে মাদ্রাসার ১০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বরিআইশ গ্রামে আয়োজিত শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় এসব বিতরণ করা হয়। উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ।

 

নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটওয়ারী।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদ উল্যা, বোরহান পাঠান ও ছাত্রলীগ নেতা শাকিল পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের  সদস্য রিপন মোল্লা প্রমুখ।

 

বক্তারা বলেন, সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশির্বাদ। তার নেতৃত্বেই অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মাসেতুর কাজ শেষ পর্যায়ে। মূলত শেখ হাসিনা মানেই উজ্জ্বল বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন