শিক্ষক হত্যার প্রতিবাদে রামগঞ্জ মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জুলাই, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই (শনিবার) সকালে রামগঞ্জ পৌরসভার সামনে বাইপাস সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিক উল্লা মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. তছলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক পারুক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন ভূঁইয়া,সাংবাদিক আবু তাহের,নিচহরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,আতাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক মোঃ মুজিবুল হক,রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ, শিক্ষক মোশাররফ হোসেন,মোঃ রাশেদ সহ ২শতাধিক শিক্ষকবৃন্দ মানববন্দনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাষক উৎপল কুমার হত্যার সাথে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই হত্যাকারীদেও বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান শিক্ষকবৃন্দ।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন