শতভাগ বিদ্যুতায়ন হল রায়পুর, উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়।

বিদ্যুৎ বিভাগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন আবদুল গাফফারসহ প্রশাসনের বিভিন্ন স্তুরের কর্মকর্তাবৃন্দ।


রায়পুর উপজেলায় ১ হাজার ২৯৬ কিলোমিটার নির্মিত লাইনের মধ্যে ৮২ হাজার ৫২০টি সংযোগ প্রদান করে পল্লী বিদ্যুৎ বিভাগ। আর এতে ব্যয় ধরা হয় ১ শত ৯৫ কোটি টাকা। আর এর মাধ্যমে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন