শখে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, তরুণের মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০১৯ ৫:০৭ অপরাহ্ণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শখের বশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে (ইঞ্জিন চালিত নৌকা) এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আগুনমুখা নদীতে এ নৌ-দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন হোসেন (২০)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের জেলে হারুন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান,স্বপন শখ করে চাচা কালু রাঢ়ীর মালিকানাধীন ট্রলারে জেলেদের সঙ্গে রোববার সন্ধ্যায় মাছ ধরতে আগুনমুখা নদীতে গিয়েছিলেন। কালু রাঢ়ী জানান, স্বপন তার খালাতো ভাইয়ের ছেলে। ছোটবেলা থেকে ঢাকায় থাকে। এলাকায় এসে স্বপন শখ করে ট্রলারের জেলেদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়।

রোববার রাত আড়াইটার দিকে ঢেউয়ের তোড়ে তিন জেলেসহ স্বপনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা তিন জেলে সাঁতরে তীরে ফিরে এলেও স্বপনের কোনো খেঁাজ পাওয়া যাচ্ছিল না। সোমবার ভোরে তার লাশ ভেসে উঠে।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন,স্বপনের লাশ উদ্ধার করে নিজ বাড়িতে আনা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন