লক্ষ্মীপুর সরকারি কলেজে দুই শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ মার্চ, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সরকারি কলেজে এল.জি.সি ব্লাড ডোনেটের উদ্যোগে ব্লাড গ্রুপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) ক্যাম্পাসে এ আয়োজন করে জেলা শিক্ষা উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর ফ্রেন্ডস্ সার্কেল (এল.এফ.সি)।আর এতে কারিগরি সহায়তা করে বন্ধু ব্লাড ডোনেট ক্লাব।

কলেজের নবীন শিক্ষার্থীদের পদচারণা ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবু, এল.এফ.সি’র কাস্টিং বোর্ডের সদস্য সচিব ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীন আলম, স্থায়ী সদস্য সোহেল রানা, সদস্য আবু শরিফ মোঃ গেলমান, এইচএম বায়েজিদ, ইউছুপ মাহমুদ, ফাহমিদা আক্তার, তামিম হাওলাদার, মিরাজ হোসেন, এল.জি.সি ব্লাড মিশনের সদস্য, তারেক জনি, তৃপ্তি, রায়হান রাফি, সানজিদা, রিসাদ, লামিয়া, জুথি, ইতি, ফয়সাল, ফারাবী, আসিফ, নাহা, রাব্বি প্রমুখ।

এ সময় বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলের কারিগরি সহযোগিতায় ক্যাম্পেইনটি সকাল ৮টা থেকে দুপুর ২টা সফলভাবে সম্পন্ন হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন