লক্ষ্মীপুর পৌর মেয়রের উদ্যোগে সদর হাসপাতাল পরিস্কার অভিযান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২০ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: মুজিবশতবর্ষ উপলক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে রুপান্তরিত করতে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে পৌর কর্মচারীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে সদর হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্নতায় নামেন আওয়ামীলীগের প্রবীন নেতা ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের।

 

এ সময় গণমাধ্যমকর্মীদের মেয়র জানান, সবাইকে স্ব স্ব কার্যালয় পরিস্কার রাখতে উদ্বুদ্ধ করাসহ পরিচ্ছন্ন শহর গড়া এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এসব কর্মসূচি গ্রহন করা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভাকে ইভটিজিং ও মাদক মুক্ত করার ঘোষনা দেন মেয়র তাহের।

 

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র (১) কামাল উদিদ্দন খোকন, প্যানেল মেয়র (২) উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম শিমুল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুবসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

 

এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতি ও পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ব্লাড ডোনেশন স্বেচ্ছাসেবী সংগঠন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন