লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে টাকা লেনদেন মামলায় মাইন উদ্দিন (৪০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা কারাগারের মসজিদে জোহরের আযান দিতে গিয়ে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, আযান দিতে গিয়ে হঠাৎ মাইন উদ্দিন অচেতন হয়ে পড়ে যান। পরে সদর হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

জেলা কারাগার সূত্র জানায়, টাকা লেনদেন মামলায় মাইন উদ্দিনের এক বছরের কারাদণ্ড দেয় আদালত। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন। মাইন উদ্দিন রামগতি উপজেলার বালুরচর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন