লক্ষ্মীপুরে ১০ টাকা চাওয়ায় শিশুকে শ্বাসরোধে হত্যা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে ১০ টাকা চাওয়ায় মো. কাউছার (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মা স্বপ্না বেগমসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পুলিশের কাছে শ্বাসরোধে ছেলেকে হত্যার করেছেন বলে স্বপ্না স্বীকার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জালাল আহম্মদ হাওলাদার বাড়িতে স্বপ্না তার ছেলে কাউছারকে গলা টিপে শ^াসরোধে হত্যা করে। কাউছার একই বাড়ির কাভার্ডভ্যান চালক মো. রাসেলের ছেলে ও স্থানীয় লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র।


স্থানীয়রা জানান, গাড়ি চালক হওয়ায় বেশিরভাগ সময়ই নিহত কাউছারের বাবা রাসেল লক্ষ্মীপুরের বাইরে থাকেন। ঘটনার সময় শিশুটি তার মা স্বপ্নার কাছে ১০ টাকা চায়। এতে তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্বপ্না তাকে গলাটিপে ধরে। কিছুক্ষণ পরই কাউছার মারা গেছে বলে স্বপ্না চিৎকার দিয়ে কান্না শুরু করে। এরআগেও একটি মেয়ে সন্তান স্বপ্নার বাবার বাড়িতে রহস্যজনক কারণে মারা যায়।


পুলিশ জানায়, রাসেল দ্বিতীয় বিয়ে করার কারণে সংসারে কলহ চলছিল। পরিবারে অর্থনৈতিক সংকটও দেখা দেয়। এজন্য স্বপ্নার কাছে ১০ টাকা চাইলে শিশুটিকে ক্ষিপ্ত হয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়। পরে শিশুটিকে ওড়না দিয়ে পেঁছিয়ে পাখার (ফ্যান) সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপ্র-প্রচার চালানোর চেষ্টা করা হয়েছে।


এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর মাসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে স্বপ্না শ^াসরোধ করে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন