লক্ষ্মীপুরে হাত ধোয়া দিবসে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০১৯ ১:০৫ অপরাহ্ণ

‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এরআগে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।


অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।


বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গফফার, লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম রশিদ আহম্মদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এতে বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


বক্তরা বলেন, সু-স্বাস্থ্য সকল সুখের মূল। আর সু-স্বাস্থ্যের অধিকারী হতে হলে খাবার আগে ও পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন