লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ৪ জন কর্মীকে পিটিয়ে আহতের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে হামলায় আহত কামাল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখ করে এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।’

অভিযুক্তরা হলেন- দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব চৌধুরি, ছাত্রলীগ নেতা মো. মাহফুজ, ফাহিম, রিয়াজ হোসেন এবং অজ্ঞাত আরও ১০ জন। তারা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খানের অনুসারী হিসেবে পরিচিত।

 

এর আগে হামলায় আরও আহত হন দরবেশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা আলমগীর শেখ ও আনোয়ার হোসেন। আহত বিল্লালের কাছ থেকে জানা যায়, তারা ঈগল প্রতীকের পক্ষে কাজ করেন। সোমবার (১ জানুয়ারি) রাত ৮টায় গণসংযোগ শেষে দরবেশপুরের সমিতির বাজার শাহজালাল ইসলামি ব্যাংকের নিচে দাঁড়ালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

নৌকার সমর্থক দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান অবশ্য ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। যোগাযোগ করা হলে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমরা সারাদিন নৌকার প্রচারণা চালিয়েছি। কে বা কারা হামলা চালিয়েছে তা জানা নেই।’

 

ঈগল প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থী হয়েছি। এখন তিনি যদি বলেন তবে আমি নির্বাচন থেকে সরে যাবো। ইতোমধ্যে নৌকার কর্মীরা আমার সহধর্মিনীর ওপর হামলা করেছে। করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদসহ নৌকার কর্মীরা প্রচারণাকালে আমার ওপর হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন