লক্ষ্মীপুরে সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০১৮ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপি সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলা সংস্থার প্রশিক্ষণ সম্মেলন কক্ষে কর্মশালা উদ্বোধন করেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটোয়ারী।


এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স টিচার বশির আহমদ পাটোয়ারী, প্রশিক্ষক শামিমা আক্তার ও রোকসানা বেগম প্রমুখ।

সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন হিজড়াকে প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক ভাতা প্রদান করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে হিজড়া জনগোষ্টি নিজেদের কর্মজীবি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। কারো সহযোগীতা ছাড়াই তারা প্রতিষ্ঠিত হতে পারবে। সরকারি এ প্রশিক্ষণের নিয়মিত সময় দিয়ে দক্ষ হয়ে উঠতে। এসব কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন