লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলন ও গুণিজন সংবর্ধণা অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলন, গুনিজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি ছিলেন বাংলা একাডেমি সভাপতি দেশবরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ এস এম মাকসুদ কামাল।

সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন খান।

পরে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা প্রাপ্ত কবি আরিফ মঈনুদ্দীন, কবি রীনা তালুকদার, গবেষক ফখরুল ইসলাম, কবি জামিল জাহাঙ্গীর, জেলার বর্ষসেরা কবি হিসেবে রাজু হাসানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়াও সঙ্গীত পরিচালনা, আবৃত্তি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন