লক্ষ্মীপুরে সহজ শর্তে ঋণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনাকালীন ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরে কিন্ডারগার্টেনের শিক্ষকদের জন্য আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেলিম উদ্দিন নিজামী, সহ-সভাপতি সাহেদুর রহমান আজাদ, আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, সহ-সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী ও রাসেল হোসেন প্রমুখ।

বক্তবরা বলেন করোনাকালীন শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা। পরিবার পরিজনকে নিয়ে তাদের কষ্টে দিন কাটাতে হচ্ছে। কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান, সহজ শর্তে ঋণ ও বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম চালুর দাবি জানান বক্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন