লক্ষ্মীপুরে সহকারী শিক্ষকদের স্মারকলিপি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বেতন গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষকরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন প্রদানের দাবি জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া সহকারি শিক্ষকদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আহ্বায়ক নুর নবী, যুগ্ম আহ্বায়ক মো. মমিন উল্যাহ, আলতাফ হোসেন, সদস্য সচিব মো. ফিরোজ আলম, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব আবু ছিদ্দিক বাবু, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, পিটিআই প্রশিক্ষণার্থী মো. রাশেদ আলম ভূঁইয়া, মহসিন আউয়াল, ফাতেমা বেগম, আশরাফুন্নেছা প্রমুখ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সহকারি শিক্ষকরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন