লক্ষ্মীপুরে রিকশা চালকদের পরিবারের জন্য শিশু পার্ক উম্মুক্ত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে রিকশা চালকদের শিশুদের বিনোদন ও তাদের মনোরঞ্জনের জন্য পৌর শিশু পার্ক উম্মুক্ত ঘোষনা করেছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ ঘোষনা দেন।

এতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রিকশা ও ভ্যান চালকদের পরিবারের জন্য পৌর শিশু পার্ক উম্মুক্ত। এছাড়াও তাদের শিশুদের জন্য পার্কের ভিতরের সকল রাইডারও বিনা মূল্যে ব্যবহার করতে দেয়া হচ্ছে। বিনা মূল্যে নাস্তার ব্যবস্থাও রয়েছে। এ জন্য রিকশা ও ভ্যান চালকদের লাইসেন্স দেখিয়ে পার্কে প্রবেশ করতে হবে।

এ সুযোগ লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের পরিবারের সৌজন্যে দেয়া হচ্ছে। সালাহ্ উদ্দিন টিপু লক্ষ্মীপুর পৌর সভার মেয়র আবু তাহেরের ছেলে।

একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, লক্ষ্মীপুর পৌর শিশু পার্কে টাকা দিয়ে টিকেট কিনে নিম্ম আয়ের মানুষ প্রবেশ করতে পারেনা। রাইডারও ব্যবহার করতে পারছেনা। তাই সুবিধা বঞ্চিত এসব মানুষদের জন্য এ আয়োজন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন