লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ন বীমার চেক হস্তান্তর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  ‘প্রগ্রেসিভ জীবন, আর্থিক নিরাপদ জীবন’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বিভাগীয় সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে কোম্পানির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহ্য চাইনিজ রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এসময় বীমা গ্রহীতাদের মেয়াদোত্তীর্ন পলিসির শতাধিক চেক হস্তান্তর করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার, সর্বোচ্চ প্রিমিয়াম দাতাকে পুরস্কার প্রদান করা হয়।

এতে লক্ষ্মীপুর সহকারী জোন প্রধান কামাল উদ্দিন হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির আলী শাহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন কোম্পানীর মূখ্য নিবার্হী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উন্নয়ন প্রশাসন ও এজেন্সী ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহির উদ্দিন, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, কোম্পানির উন্নয়ন প্রশাসন ম্যানেজার কাজী শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজিরহাট সার্ভিসিং সেলের জিএম মোঃ জামাল হোসেন, রায়পুর অফিসের জিএম মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, রামগঞ্জ সার্ভিসিং সেলের জিএম ইব্রাহীম, লক্ষ্মীপুর অফিসের জিএম মোঃ জামাল উদ্দিন, ফেনী সার্ভিসিং সেলের জিএম গোলাম মাওলা রতন, মাইজদী অফিসের ডিজিএম ফজলুল করিম সুমন, বেগমগঞ্জ অফিসের ডিজিএম ওসমান গনিসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন