লক্ষ্মীপুরে মাস্ক ব্যবহার না করায় অর্থদণ্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২০ ১০:৫৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর  সদর উপজেলার জকসিন বাজারে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৮ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

একই সময় তিনটি কাপড়ের দোকান এবং দুইটি ফামের্সীতেও অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৩ টি মামলায় মোট ৬ হাজার ৪ শ’ টাকা জরিমানা আদায় করে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও মো. মকবুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে লোকজনকে বাহিরে মাস্ক ব্যবহারের সরকারী বিধান থাকলেও কিছু লোকজন মাস্ক ছাড়া বাজারে এসে ঘোরাফেরা করায় ৮ জনের অর্থদণ্ড করা হয়।

এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করে বেচা-বিক্রির দায়ে তিনটি কাপড়ের দোকান এবং অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে আরও দুইটি ওষুধের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করে জরিমানা করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন