লক্ষ্মীপুরে বালু ড্রেজিং কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বালু ড্রেজিংয়ে কাজ করতে গিয়ে আঘাত পেয়ে আবুল কালাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে আঘাতের ঘটনা রহস্যজনক। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকার বালু মহাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল কালাম উপজেলার চর আলী হাসান গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। তিনি পেশায় শ্রমিক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল কালাম মজচৌধুরীরহাটের বালু ব্যবসায়ী বাবুলের বালুমহালে ড্রেজার মেশিনে কাজ করছিলেন। কাজ করতে গিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে মাথায় ও পায়ে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, ড্রেজিং মেশিনের সঙ্গেই তিনি আঘাতপ্রাপ্ত হন। সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এতে তাকে আর হাসপাতালে আনা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, স্থানীয়রা ঘটনাটি আমাকে জানিয়েছে। খবরটি পুলিশকে দেওয়া হয়।

লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, মরদেহের মাথার পিছনে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন