লক্ষ্মীপুরে বালিকা বিদ্যানিকেতনে প্রাক্তন ছাত্রীর অনুদান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের জন্য তিনটি এয়ার কন্ডিশনার (এসি) ও ৬টি বৈদ্যুতিক পাখা অনুদান দেওয়া হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মরিয়ম বেগম শিউলি এসব দিয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আলমগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিউলি প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ছিলেন। এসময় তিনি বিদ্যালয়ের জন্য ৩টি এসি, ৬টি বৈদ্যুতিক পাখা, একটি ওয়াটার ফিল্টার ও বৃত্তিপ্রাপ্ত ১০ জন মেধাবী ছাত্রীকে আর্থিক অনুদান দিয়েছেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় সিনিয়র শিক্ষক ও কর্মচারীদেরকে উপহার সামগ্রী হস্তান্তর করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন