লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ জুন, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ১০ দফা দাবি নিয়ে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (১২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার কাছে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ৫০ শতাংশ বেসরকারি চাকুরীকাল গণনা করে পদোন্নতির তালিকা তৈরি করতে হবে। প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন করতে হবে। পি আর এল যাওয়া জাতীয়করন কৃত শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধানসহ ১০টি দাবি।


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মহাজোটের জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুস ছোবহান, যুগ্ম-আহবায়ক মো. সফিক উল্লাহ, শরিফ হোসেন বাচ্চু, আবু বকর ছিদ্দিক, সিদ্দিক উল্লাহ ও হুমায়ুন কবির পাটওয়ারী প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন