লক্ষ্মীপুরে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে কাশফুলে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কাশফুলের দৃশ্য দেখতে ভীড় জমাচ্ছে মানুষ। নীলকাশের নীচে সাদা কাশফুলে মুগ্ধ দর্শনার্থীরা।

সেলফী তুলতে সেখানে প্রতিদিন বিকেলে দেখা যায় দর্শনার্থীদের ভীড়। কলেজ শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের এ ভীড়ে পরিবেশটা হচ্ছে আরো মুগ্ধকর। ছোট ছোট ডোবার দু’পাশে কাশফুলের সমারহ।


এমন দৃশ্য দেখা যায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে। জেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে শাকচর গ্রামে মেসার্স একেপি ব্রিকস নামে পরিত্যক্ত ইটভাটাটি এসব কাশফুলের সমারহ।

প্রতিবছরই ওই স্থানে কাশফুল ফুটে দর্শনার্থীদের রশদ যোগাচ্ছে। জেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মজুচৌধুরীর হাট মেঘনা তীরে যাওয়ার পথেই কাশফুলগুলো দেখতে পাওয়া যায়।


এ বছরও ওই ইটভাটায় কাশফুলকে ঘিরে দর্শনার্থীদের পদচারণা ঘটে। স্মৃতি হিসেবে সবাই ক্যামেরায় ধারণ করে কাশফুলের ছবি। নিজেদের ছবি তোলাও বাদ যায় না।

কাশফুল দেখতে আসা কলেজ শিক্ষার্থী ইসরাত জাহান উর্মি বলেন, কাশফুল এখন আর আগের মত দেখা যায় না। এখানে প্রতি বছর কাশফুল হয়। এজন্য বন্ধুরা মিলে দেখতে আসলাম। ভালোই লাগে।

স্কুল শিক্ষার্থী সালমান হোসেন মাহীন বলেন, মামার সাথে কাশফুল দেখতে আসলাম। একাধিক ছবি তুলছেন বলেও জানান ওই শিক্ষার্থী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন