লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ ঝরল অটোরিকশা চালকের

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ মে, ২০১৯ ১১:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে এক সিএনজি চালিত আটোরিকশা চালক নিহত হয়েছে। এসময় আরো দুই অটোরিকশা চালক আহত হয়।


বৃহস্পতিবার (২ মে) সকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের উত্তর তেমুহনী অটোরিকশা স্ট্যান্ডে ঢুকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি অটোরিকশা দুমড়েমুছড়ে যায়।


এদিকে স্থানীয়রা আহত অবস্থায় চালক নুর হোসেন ও ইব্রাহিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে আহত নুর হোসেনের আবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা স্ট্যান্ডে ঢুকে পড়ে। এসময় ট্রাকচাপায় এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো দুই চালক ও কয়েকটি অটোরিকশা দুমড়েমুছড়ে যায়।


লক্ষ্মীপুরে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) সোলাইমান বলেন, ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন