লক্ষ্মীপুরে গণপরিবহনসহ সকল হাটবাজার বন্ধ : ঔষধের দোকান খোলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে পণ্যবাহী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ একই সাথে সকল ঔষধের দোকান খোলা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ( ১০ এপ্রিল)  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে শহরের ৭টি ফার্মেসী ছাড়া বাকী গুলো বিকেল ৪টার পর বন্ধ ঘোষণা করেছিলো জেলা ড্রাগ প্রশাসন। এছাড়া সকল ধরনের হোটেল, চায়ের দোকান বন্ধ এবং বিকাল সাড়ে ৪টার পর থেকে সকল মুদি দোকান ও কাঁচা বাজার বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে জেলা ড্রাগ প্রশাসন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল ফার্মেসী খোলার নির্দেশ দেন এবং বিকেল ৪টার পর শহরের আগ্রাবাাদ ফার্মেসী, ঝর্ণা, আল আমিন, আর এ কে, হাই, লুবনা ও ফয়সাল মেডিকেল হল ৭টি ফার্মেসী ব্যাতিত সকল ঔষধের দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। যদিও জেলা প্রশাসক বিকেল সাড়ে ৪টার পরও সকল ঔষধের দোকান সমূহ খোলা রাখার নির্দেশনা দেয়।

জেলা ড্রাগ সুপার মোঃ ফজলুল হক বলেন, যেহেতু জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল লিখিত নির্দেশনা দিয়েছেন তা কার্যকর হবে এবং সকল ঔষধের দোকান খোলা থাকবে।

এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর টহলজোরদার করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন