লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার  চররুহিতা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ ও সার বিতরণ করলেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।  সোমবার (২৭ এপ্রিল) চররুহিতা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সরকারী ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে কৃষকের জন্য উচ্চ ফলনশীল ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই কৃষি উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগ আহবায়ক ও  চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, যু্বলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, সদর থানা আওয়ামী লীগ সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি প্রতিনিধি মোহাম্মদ আদনান চৌধুরী, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম, আওয়ামীলীগ নেতা ফরহাদ পাটওয়ারী, গোফরান হোসেন বাবু, মো:সেলিমসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন