লক্ষ্মীপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
All-focus

লক্ষ্মীপুরের সদর উপজেলায় পরিত্যক্ত কালভার্টের পঁচা পাথরের সঙ্গে নিম্ন মানের রড, বালি ও সিমেন্ট দিয়ে নতুন কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার মান্দারী বাজার টু বটতলী মাদরাসা সড়কে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এই কালভার্টটি নির্মাণে প্রায় ১৮ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শন করেন সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন। এ সময় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কালভার্ট নির্মাণ কাজ স্থগিত করে দেন তিনি।

স্থানীয়রা জানান, ঠিকাদার প্রভাব খাটিয়ে উন্নয়ন কাজে অনিয়ম করেছেন। পরিত্যক্ত কালভার্ট ভেঙে প্রাপ্ত পাথর এবং নিম্ন মানের অন্যান্য সামগ্রী দিয়ে নতুন কালভার্ট নির্মাণ করছেন। ইতোমধ্যে কাজটির প্রায় ৬০ ভাগ সম্পূর্ণ করেছেন তিনি। এভাবে কালভার্টটির কাজ শেষ হলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন জানান, পাথরে একটু সমস্যা থাকায় কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এলজিইডি কর্মকর্তা।

লক্ষ্মীপুর সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন জানান, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রাথমিক সত্যতা পাওয়ায় কাজটি সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন