লক্ষ্মীপুরে এক হাজার পরিবারের জন্য এড নয়নের ত্রাণ সামগ্রী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশে ঘরবন্ধি দৈনিক আয়ের এক হাজার মানুষ পাচ্ছে ত্রাণ সামগ্রী।

রবিবার (২৯মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের ব্যক্তিগত কার্যালয় লুবনা কটেজের সামনে প্রায় এক হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্রস্তুুতি করছেন ।

তার ব্যক্তিগত তহবিল থেকে পর্যায়ক্রমে জেলার দুস্থ, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের এই খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

এছাড়া তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কও দেওয়া হচ্ছে।


প্রতি পরিবারে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ টি সাবান, ১ কেজি তেল, স্যানিটাজার ও মাক্স রয়েছে।


লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছে সরকার। সবাই যাতে ঘরে থাকে এবং খাবারে কষ্ট না পায় সে জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে এটি ক্ষুদ্র প্রয়াস। আসা করি সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ আমাদের এ মহামারি থেকে হেফাজত করুন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন