লক্ষ্মীপুরে এক পরিবারে আ.লীগের চার প্রার্থী !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ৯:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদসহ এক পরিবারের ৪ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

বর্তমানে তারা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করলেও তারা উত্তর জয়পুর ইউনিয়নের রাজ বাড়ির বাসিন্দা। এনিয়ে স্থানীয়দদের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে ।
এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে এ প্রার্থীদের প্রত্যেকেই আশাবাদী ।


প্রার্থীরা হলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী খালেদা হক, তার জামাতা লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ বাবর, দুই ভাগিনা জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. হাফিজ উল্যাহ ।


জানা গেছে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা হক, ভাইস চেয়ারম্যান পদে রহমত উল্যাহ ও হাফিজ উল্যাহ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তারা পৃথকভাবে তা জমা দিয়েছেন । হাফিজ উল্যাহ বর্তমান ভাইস চেয়ারম্যান।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, আমরা গণতেন্ত্র বিশ্বাসী। যোগ্য হলে এক পরিবার থেকে একাধিক প্রার্থী হওয়াটা স্বাভাবিক । দলের মধ্যে প্রার্থীদের ত্যাগ, শ্রম, অবদান মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন