উপজেলা নির্বাচনে প্রয়োজন সেনাবাহিনীর তত্ত্বাবধান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২৭ পূর্বাহ্ণ

বর্তমান সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় তবে বর্তমানে উপজেলা নির্বাচন সেনাবাহিনীর তত্ত্বাবধানে দলীয় মার্কা ব্যাতিত নির্বাচন দেয়া উচিত। রাষ্ট্রে অভ্যান্তরীন শৃঙ্খলা ও আস্থা,সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের বিচার বিভাগ,আইন বিভাগ,শাসন বিভাগের নিকট সরকার দায়মুক্ত হবে।দলীয় কমান্ড না দিলে আর চেইন অব কমান্ড নস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।

যতটুকু নস্ট হবে একদলীয় ভোটে তার চাইতে বেশী ক্ষতি হবে। জাতীয় নির্বাচন মানুষ মনে না নিলেও মেনে নিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এক প্রকার কদমবুচি জাতীয় লোক অধিষ্ঠিত থাকায় হাইকমান্ডের মুখের দিকে তাকিয়ে তালে তালে কথা বলে। কদমবুচি ওয়ালারা জনগন থেকে বিচ্ছিন্ন একটি অংশ তাহা বুঝার জন্য গত নির্বাচনই যথেষ্ট।কার রোল নং এক কার দুই বুঝাগেলো না। দলের হাইকমান্ডের চোখে এই লেখাটি পৌঁছানোর জন্য দলে একটি ইন্টারনেট সেল খোলা হয়নি অথচ ডিজিটাল ধারনা আমরাই সৃষ্টি করেছি।

দলে ডিজিটালের কিছুই নাই। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যই আমাদের ডিজিটাল আগ্নেয়গিরির জ্বালামুখ। এই লেখাটি ভাইরাল হলে হয়তো আমাদের প্রানের স্পন্ধন মাননীয় নেত্রী শেখ হাসিনার চোখে পড়তো।

মিজানুর রহমান, আইনজীবি, জজকোর্ট, লক্ষ্মীপুর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন