লক্ষ্মীপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২০ ৭:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীর খরিদকৃত সম্পত্তি প্রতারণার মাধ্যমে জবর দখলের চেষ্টা, চাঁদা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা রাব্বানী ও আনোয়ারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে স্থানীয় একটি পত্রিকা কার্র্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী নজির আহম্মদের স্ত্রী সেলিনা আক্তার।

এসময় তিনি জানান, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় তাদের ক্রয়কৃত ও দখলীয় সাড়ে তের শতক সম্পত্তি নিয়ে স্থানীয় ভূমিদস্যু আনোয়ার দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এনিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে হত্যাসহ নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। এতে করে ভূক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এনিয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন