রোহিঙ্গাদের প্রথম দল পাঠানো হলো ভাসানচরে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মে, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজারের নুনিয়ারচর উপকূল থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের একটি দলকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে।

শনিবার (২ মে) গভীর রাতে তাদের উদ্ধার করার পর ওই এলাকায় পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শনিবার রাতে ২৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাদের নোয়াখালী ভাসানচর এলাকায় স্থানান্তর করা হয়েছে। এসব রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। পরে তাদের উদ্ধার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে উদ্ধার করা রোহিঙ্গাদের দলকে শরণার্থী ক্যাম্পে নেওয়া হয়নি। নোয়াখালীর ভাসানচরে কোয়ারেন্টিনে রাখার পর এসব রোহিঙ্গাদের ক্যাম্পে স্থানান্তর করা হতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন