রায়পুরে মা ইলিশ ধরার অপরাধে আট জেলেকে অর্থদণ্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ৯:০১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে নৌকাসহ ৮ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের তিন হাজার টাকা করে ২৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে  উপজেলার উত্তর চরবংশী ইউপির পুরানবেড়ী ঘাট হতে পানির ঘাটের শেষ সীমানা এবং পানির ঘাট হতে আলটাফ মাস্টারের ঘাট হয়ে সাজু মোল্লা ঘাটের শেষ সীমানা পর্যন্ত অভিযানের পর এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমীন। এ সময় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, মুহাম্মদ মাসুদুর রহমান, মো, মাহবুবুর রহমান, কোস্ট গার্ডের সদস্যরা এবং তিন ইউনিয়নের ঘাটওয়ারি দায়িত্বরত গ্রাম পুলিশ।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রায়পুরের চরবংশী গ্রামের মনির বেপারি (৪৫), মান্নান বেপারি (৫০), ভোলার রাজাপুরের কন্দকপুর গ্রামের ইউসুপ আলী মাঝি (৪৫), বিল্লাল হোসেন (৫০), মো. মিরাজ (১৮), সালাউদ্দিন (৫০), মো. জসিম (৩৮) ও মো. হোসেন (৫৫)।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী জানান, মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীর অভয়াশ্রমে (রায়পুর অংশে) নিষেধাজ্ঞা থাকার পরও মাছ ধরার উদ্দেশ্যে নদীতে নামায় ককসিট বক্স ও নৌকাসহ আট মাঝিকে আটক করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় ৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং দেশের সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন