রায়পুরে নগর ক্লিনিক ও ডায়াবেটিক সেন্টার উদ্বোধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২০ ২:১৯ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলার হায়দরগন্জ উপশহরে সোমবার (১৭ আগস্ট) ১১ ঘটিকার সময় উদ্বোধন হল নগর ক্লিনিক ও ডায়াবেটিক সেন্টার। দোয়া ও মুনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন হায়দরগন্জ তাহেরীয়া রচিম উদ্দীন ঈদগাহ ময়দানের খতীব আওলাদে রাসুল আলহাজ্ব হযরত মাওলানা সাইয়েদ মো. জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আল মাদানি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হায়দরগন্জ শাখার ব্যাবস্হাপক মো. বেলায়েত হোসেন, হায়দরগন্জ কামিল মাদ্রাসার সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার আমিনুল ইসলাম ফারুক, আলহাজ্ব হযরত মাওলানা সফিউল্লাহ,রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে নগর ক্লিনিকের উদ্বোধন করার পর সংক্ষিপ্ত এক আলোচনায় ব্যাবস্হাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে প্রতিষ্ঠা করা হয়েছে নগর ক্লিনিক ও ডায়াবেটিক সেন্টার। উপস্থিত সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করে তিনি বলেন,আমরা স্বল্প খরচে উন্নত মানের আধুনিক চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকর।

এসময় বিশিষ্ট ব্যাবসায়ী,বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন