রায়পুরে করোনা ‘উপসর্গে’ যুবকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২০ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপু‌রের রায়পু‌রে করোনা উপসর্গ জ্বর ,সর্দি কাশি, শ্বাসকষ্ট, ও গলাব্যথা নিয়ে  ২৩ বছর বয়সী এক যুব‌কের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মিঠু হাওলাদার। র‌বিবার  (১৭ মে) সন্ধ‌্যায় লক্ষ্মীপুর থে‌কে ঢাকা নেওয়ার প‌থে সে মারা যায়।

নিহত চর‌মোহনা ইউ‌নিয়‌নের ২নং ওয়া‌র্ডের হাওলাদা‌র বাড়ীর মিষ্টার মিয়ার ছে‌লে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠু গত বুধবার ঢাকা থে‌কে রায়পু‌রের নিজ বাড়ী‌তে আসার পরই  সর্দি কাশি ও শ্বাসকষ্ট ছিল। এই অবস্থা দু্ই দিন আ‌গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ ক‌রে নোয়াখালী‌তে পাঠায়। র‌বিবা‌র দুপু‌রে তার অবস্থা আরও গুরুতর হলে সন্ধ‌্যায় ঢাকার প‌থে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জা‌কির হো‌সেন জানান, দুই দিন আ‌গে অমিও তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য নোয়াখালী‌তে পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট শুক্রবার আসেনি। এরই মধ্য তার শ্বাসকষ্ট ও গলাব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যরা ঢাকায় নেওয়ার প‌থে মারা গেছেন বলে খবর দি‌য়ে‌ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী ব‌লেন, ওই যুবক ঢাকা থে‌কে আসার পরই বাড়ী লোকডাউন করা হ‌য়ে‌ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন