রায়পুরে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জুন, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িদের দাবি। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে মালামালসহ ওষুধের ফার্মেসি, ফার্ণিচার, কাপড় ও ইলেক্ট্রিকসহ ৯ টি দোকান পুড়ে ছাই। খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, হায়দরগঞ্জ বাজারের পেঁয়াজ হাটার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়। এরআগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করছে।

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন