রামগতিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৪

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসে আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে ওই উপজেলাতে আরও একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রামগতিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চার জনে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন আব্দুল গাফ্ফার।

জেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। এদের মধ্যে জেলার রামগঞ্জে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬, সদর উপজেলায় ১০, কমলনগরে তিন ও রামগতিতে চারজন।

 

আক্রান্তদের মধ্যে শনাক্ত হওয়ার আগেই একজন মারা যান, আরেকজন ঢাকা থেকে পালিয়ে লক্ষ্মীপুরে আসেন।

 

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ২৮ জনকে জেলার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং জেলায় প্রথম এবং দ্বিতীয় শনাক্তকারী দুই রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

 

কার্যালয় সূত্র জানায়, করোনা সন্দেহে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ওই তিন জনকে শনাক্ত করা হয়। বাকী ৩৩ জনের ফলাফল নেগেটিভ আসে।

এ পর্যন্ত জেলাতে ৯৪৭ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি-তে পাঠানো হয়। সেখান থেকে ৫৯০ জনের পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। বাকী ৩৫৭ জনের ফলাফল এখনো পায়নি স্বাস্থ্য বিভাগ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন