রামগতিতে আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ তাবলিগ থেকে ফেরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

তাবলিগ জামাতে অংশ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরা লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি রামগতি পৌরসভার সবুজগ্রাম লঞ্চঘাট এলাকার বাসিন্দা।

এনিয়ে সোমবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত জেলায় দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সিভিল সার্জন আব্দুল গাফ্ফার। এর আগে গতকাল শনিবার রাত ১১টা দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে  প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জেন ডা. আবদুল গাফফার জানান, নারায়ণগঞ্জ থেকে গত চারদিন আগে তাবলিগ জামাত থেকে লক্ষ্মীপুরের রামগতি এলাকার নিজ বাড়িতে আসে ওই ব্যক্তি। তিনি আসার খবর পেয়ে গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠায়। এসময় পরিবারসহ ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

পরীক্ষা শেষে রবিবার রাত ৯টার দিকে বিআইটিআইডি জানায় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত। পরে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকায় লকডাউন করে রাখা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন