রামগঞ্জে শেখ হাসিনার লেখা বই পেল শিক্ষার্থীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা, পিপল অ্যান্ড ডেমোক্রেসি ও শেখ হাসিনা নির্বাচিত প্রবন্ধ’ বই বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাবেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন রাজু ও সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন আহম্মেদ।

বক্তারা বলেন, বিএনপি চেয়েছে আমরা বিদেশের কাছে ভিক্ষা করি। আর শেখ হাসিনা চায় আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই। জনগণ তা বুঝতে পেরেছেন। এজন্য জনগণ বিএনপি থেকে সরে এসেছেন। আমরাও শেখ হাসিনার সঙ্গে আছি। তিনি আওয়ামী নেতাকর্মীদের আস্থার প্রতিক। তিনি আমাদের শেষ আশ্রয়স্থল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন