রামগঞ্জে শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে চেয়ারম্যান শাহজাহানের উপহার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২০ ১০:৫৮ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: করোনায় গৃহবন্দি শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে উৎসাহিত ও অনলাইন শিক্ষা কার্যক্রমকে গতিশীল করণের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাজাহান রামগঞ্জ জিপিএস আইসিটি গ্রুপকে ৩৯ ইঞ্চি ওয়াল্টন এলইডি টিভি উপহার দিয়েছেন ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট)বিকেলে রামগঞ্জ শহরস্থল ওয়ালটন শোরুমে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে তিনি এ উপহার দেন।
এসময় রামগঞ্জ আইসিটি গ্রুপের চীফ এডমিন মো. ইউনুছ বেলাল, সদস্য মো. মনির হোসেন, মো. সেলিম হোসাইন, নুরুল আলম, মো. রফিকুল ইসলাম, কামরুল হাসান, কবির হোসেন, বশির আল-হেলাল উপস্থিত ছিলেন।

মো. ইউনুছ বেলাল বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের উপহারে রামগঞ্জের অনলাইন শিক্ষা প্রসারে উজ্জ্বল ভুমিকা রাখবে। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তাই রামগঞ্জের আইসিটি গ্রুপের কার্যক্রমকে আরো গতিশীল করণের লক্ষেই প্রধানমন্ত্রীর সৌজন্যে তিনি এ উপহার দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন