রামগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
ফাইল ছবি

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে মোহনানিউজকে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফ্ফার।

 

এরআগে শনিবার (১১ এপ্রিল) রাতে ৩২ বছর বয়সী এ যুবকের নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্ত যুবক উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা।

 

তিনি জানায়, সম্প্রতি ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টস্ থেকে বাড়ি আসেন। তিনি এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

 

এদিকে আক্রান্ত যুবকের বাড়িসহ পুরো ইউনিয়ন লকডাউন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান।

 

জানতে চাইলে লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনা আক্তান্ত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বাড়িসহ লামচর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন