রামগঞ্জে ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার দিনব্যাপী জিয়া অড়িটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডেলিকেটরের গোপন ভোটে অপুর্ব কুমার সাহা পুনরায় সভাপতি এবং অমৃত কর্মকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়। সন্ধ্যায় লক্ষীপুর জেলা কমিটির সভাপতি রতন লাল ভোমিক সভাপতি এবং সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গৌতম মজুমদার, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পিযুষ বনিক, সাধারন সম্পাদক উত্তম সুর, পৌর যুব ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার সঞ্চয় মজমদার, সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারন সম্পাদক পিজুষ কান্তি সাহা লিটন, রামগঞ্জ উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল সদস্য বৃন্দু প্রমুখ।

 

সকাল ১০টায় উপজেলা কমিটির সভাপতি বাবু অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যাপক সমর দাসের সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে পৌর সভা সহ ১০ ইউপির তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত হয়। সম্মেলনে বক্তারা বলেন-হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৭২ এর সংবিধান ফিরিয়ে আনবে, ক্ষুদ্রনৃগোষ্ঠী সম্প্রাদায়ের আশা আস্তা ও অধিকার নিয়ে কথা বলবে। মানুষের অধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যাশায় এগিয়ে যাবে এই সংগঠন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন