রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

কদিন প্রখর রোদ আর মৃদু তাপপ্রবাহে রাজধানীবাসীর মধ্যে কিছুটা অস্বস্থি তৈরি হলেও অবশেষে স্বস্থি এসেছে। ঢাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টিতে ভিজে গেছে মাঠ-ময়দান ও সড়ক।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়ো বাতাস শুরু হয়। সাড়ে ৭টার পর বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শোনা যায় করোনার কারণে নীরব শহরে, বিদ্যুৎ চমকায়।

শনিবার  (১১ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে ঢাকায় বৃষ্টির চেয়ে ঝড়ো হাওয়া বেশি ছিল।

রাত ৮টা পর্যন্ত ঢাকায় বাতাসের বেগ কত ছিল, তা নির্ণয় করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।

এদিকে করোনাভাইরাসের ছুটির মধ্যেও কয়েকদিন দেশের বিভিন্ন এলাকা ও অঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রাঙামাটি, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে আগামীকাল রোববারও মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন