রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : চাঁদপুরের যুবক আমির হোসেনের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

রাজধানী মহাখালী এলাকার রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমির হোসেন নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আমির হোসেন সুমন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো. সেলিম শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম ও মৃত আমির হোসেন সুমনের ভাই মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ডা. মো. তরিকুল ইসলাম বলেন, আমির হোসেনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

 

মৃত আমির হোসেন সুমনের ভাই মো. জামাল বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরি করত। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ভাই আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন আমির হোসেন।

তিনি আরও বলেন, ‘ঢাকায় সকল প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।’

এ দিকে আমির হোসেন সুমনের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

গত ৬ ডিসেম্বর রাতে মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। রাতেই দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার খায়ের গাজী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসক জানান, তার শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন ইনজুরি ছিল। এরপর রবিবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সালাউদ্দিন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ মাসুম মিয়া নামে একজন মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন