মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২০ ১১:২২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ  সেনাবাহিনী। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায়  রেখে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত এই ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। ক্যাম্পে ২৮৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এর মধ্যে গর্ভবতী মা ১৩২ জন, সাধারণ মহিলা ৬৩ জন এবং ৯২ জন শিশু। ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে এবং ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সহযোগিতায় এতে নেতৃত্ব দেন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল হাসমত উল্লাহ খান। চিকিৎসকদের মধ্যে ছিলেন বীর উত্তম শহীদ মাহবুব ক্যান্টনমেন্টের লে. কর্নেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রী রোগ বিশেষজ্ঞ  মেহেরিন মজিদ ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিলরুবা ইয়াসমিন। চিকিৎসা ক্যাম্প চলাকালে ক্যাপ্টেন তানজিম রহমানের  নেতৃত্বে বন্যার্ত ও দরিদ্র ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন