মহিষের আক্রমণে লক্ষ্মীপুরে কৃষিব্যাংক কর্মকর্তা আহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুরে মহিষের আক্রমণে কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামাল উদ্দিন কৃষি ব্যাংকের লক্ষ্মীপুর শাখার সিনিয়র কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন ও তার সেজো ছেলে আবদুল্লাহ আল কাইয়ুম ফয়সাল বাসার সামনে ইটের কনায় পানি দিচ্ছিলেন। হঠাৎ করে সেখানে একটি মহিষ ঢুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই মহিষটি কামালের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে তাকে শিংয়ের ওপর উঠিয়ে ফেলে দেয়। এতে তিনি বাম হাত ও বুকে ব্যাথা পেয়েছেন। সন্ধ্যায় ব্যাথা বেড়ে যাওয়ায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরআগে ওই মহিষটি আরো দুইজনের ওপর আক্রমণ করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আবদুল্লাহ আল কাইয়ুম ফয়সাল বলেন, হঠাৎ করে মহিষটি বাসায় ঢুকে আক্রমণ চালায়। এতে আমার বাবা বাম হাত ও বুকে ব্যাথা পেয়েছেন। মহিষটির আক্রমণে আমাদের বাসার কলাপসিবল গেইটটিও ভেঙে গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন