মরা মুরগি ড্রেসিং করার সময় যুবক আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশনে মরা মুরগি বিক্রির জন্য ড্রেসিং করার সময় মোঃ রাসেল (২৫) নামের এক মুরগি ফার্মের কর্মচারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা।

শনিবার (২২ মে) রাতে চরফ্যাশন বাজারে একটি মুরগির দোকানে মরা মুরগি ড্রেসিং করার সময় তাকে আটক করা হয়।

জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক একজিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মোঃ রাসেল উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত মোঃ শহিদুল ইসলামের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের একজিউটিভ ম্যাজিস্ট্রেট  রিপন বিশ্বাস বলেন, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঐ যুবক উপজেলার আবু বক্করপুর এলাকা থেকে একটি ভ্যানে করে প্রায় ৫০০ কেজি মরা মুরগি বিক্রির জন্য চরফ্যাশন বাজারের মুরগি পট্টির একটি দোকানে ড্রেসিং করছিল। গোপন সূত্রে খবর পেয়ে চরফ্যাশন পৌরসভার মেয়র এইচ এম মোর্শেদ ও স্থানীয় কাউন্সিলর মোঃ আক্তারুল আলম সামুসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন