ভোলায় লঞ্চের ধাক্কায় পা হারালেন নারী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২১ ১:০৫ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশন হতে ছেড়ে আসা ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কোহিনুর নামে এক যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে দৌলখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কোহিনূরের গ্রামের বাড়ি উপজেলার নুরমিয়ার হাট এলাকার ছোটধলী ৯নং ওয়ার্ডের ফরাজি বাড়ি। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতখান অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঢাকায় যাওয়ার উদ্দেশ‌্যে তিনি লঞ্চে উঠছিলেন। সেসময় লঞ্চের ধাক্কায় তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।’

লঞ্চের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি বজলার রহমান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন